ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বেকার যুবকদের জন্য ভারত সরকার নিয়ে এলো দারুণ স্কিম, নূন্যতম যোগ্যতায় পাওয়া যাবে সরকারি চাকরি

ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে এই সরকারি প্রকল্প জারি করা হয়েছে যেখানে ভারতের যুব প্রজন্মকে চাকরি দেওয়া হবে

Advertisement

দেশে যত বেশি হারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার একইভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বেকার যুবকদের সুবিধা দিতে এবারে রেল মন্ত্রক শুরু করে দিল রেল কৌশল বিকাশ যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যুবকদের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হতে চলেছে। এর মাধ্যমে বেকার যুবকরা নতুন নতুন জায়গায় নিজের কর্মসংস্থান করতে পারবেন। যুবকদের জন্য একটা দারুন সুযোগ নিয়ে এসেছে ভারত সরকার।

আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পটি ভারত সরকারের রেল মন্ত্রক দ্বারা পরিচালিত হচ্ছে যেখানে দেশের তরুণ তরুণীদের চাকরি দেওয়া হবে। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনাকে রেলওয়ে স্কিল ডেভেলপমেন্ট স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে হবে। এর ফলে আপনি নতুন নতুন চাকরির সুযোগ পেতে পারেন।

আপনি অনলাইনে রেল কৌশল বিকাশ যোজনার জন্য আবেদন করতে পারেন যার জন্য যুবকদের স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তারপর আপনাকে অনলাইন ফর্মে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে নিজের সমস্ত তথ্য প্রবেশ করতে হবে এবং তারপর স্কিল ডেভেলপমেন্ট স্কিমের জন্য আবেদনপত্রের একটি কপি রেখে দিতে হবে। এই প্রকল্পের অধীনে ভারত সরকার দেশের শিক্ষিত যুবকদের কর্মসংস্থান প্রদান করতে চলেছে। এর ফলে নতুন নতুন শিল্প এলাকায় তরুণদের কর্মসংস্থান হবে। তার পাশাপাশি, রেলেও নতুন যুবকদের আগমন করবেন।

আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে আগে থেকে রেজিস্টার করতে হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য আবেদন পত্র জমা দিতে হবে। আধার কার্ড মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি ইমেইল আইডি রেসিডেন্স সার্টিফিকেট এর মত নথি আপনার প্রয়োজন হবে। এরপরেই আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

Related Articles

Back to top button