Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ration Card: ১ নভেম্বর থেকে রেশন থেকে ১ দানাও গম পাবেন না আপনি, কারণটা এখনই জানুন

Updated :  Monday, September 16, 2024 10:06 PM

ভারত সরকার দেশের সমস্ত নাগরিকদের জন্য নানারকমের প্রকল্প চালিয়ে থাকে। ভারত সরকারের তরফ থেকে দেশের বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে বেশিরভাগ দরিদ্র মানুষ অন্তর্ভুক্ত রয়েছেন। জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে ভারত সরকার এই অভাবী লোকেদের খুব কম হারে রেশন সরবরাহ করে থাকে। সরকারের এই স্বল্পমূল্যের রেশন প্রকল্পের সুবিধা নিতে লোকেদের একটি রেশন কার্ড তৈরি করতে হয়। যদি রেশন কার্ড থাকে তাহলেই তিনি রেশন পেয়ে থাকেন সরকারের তরফ থেকে। তবে দুঃখের খবর হলো, পহেলা নভেম্বর থেকে কিছু মানুষদের জন্য হয়তো রেশন বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে এর কারণটা জানাই আপনাদের

কেওয়াইসি আবশ্যক

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে সমস্ত রেশন কার্ড ধারকদের কেওয়াইসি করতেই হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। খাদ্য এবং পাবলিক মন্ত্রক এই সংক্রান্ত তথ্য ইতি মধ্যেই জারি করেছে। এখনো পর্যন্ত অনেক গ্রাহক এমন আছেন যারা নিজেদের কেওয়াইসি করে উঠতে পারেননি এখনো। তাদেরকে কিন্তু ৩১ শে অক্টোবরের মধ্যে অবশ্যই কেওয়াইসি করে ফেলতে হবে, না হলে কিন্তু আগামী পয়লা নভেম্বর থেকে তাদের রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আগামী মাসের রেশন কিন্তু তারা আর পাবেন না বলেই জানিয়ে দিয়েছে খাদ্য দপ্তর। এই ধরনের রেশন কার্ড ধারীদের নাম রেশন কার্ড থেকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরে কিন্তু এই লোকেরা আর সরকারি রেশন প্রকল্পের সুবিধা পাবেন না।

কেন করা হচ্ছে কেওয়াইসি?

রেশন কার্ড কেওয়াইসি নিয়ে মানুষের মনে রয়েছে অনেক প্রশ্ন। সর্বোপরি সরকার কেন এই কেওয়াইসি করাচ্ছেন, সেটা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। প্রকৃতপক্ষে, সরকারের তরফ থেকে এরকম কাজটা করা হচ্ছে কারণ এখনো পর্যন্ত ভারতে এমন অনেক ব্যক্তি আছেন যাদের রেশন কার্ডের তালিকায় নাম থাকলেও, তারা কিন্তু আদতে রেশন পাবার যোগ্য নন। আবার অনেকে এমন আছেন যারা মারা গেছেন কিন্তু তাদের পরিবার রেশন কার্ডের তালিকা থেকে এখনো তাদের নাম সরিয়ে দেননি। তারা এখনো পর্যন্ত বিনা দ্বিধায় রেশন গ্রহণ করে যাচ্ছিলেন। এমন সমস্ত রেশন কার্ড ধারীদের নাম তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের সবাইকে এবার কেওয়াইসি পূরণ করতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এজন্য তিনি তার নিকটবর্তী খাদ্য সরবরাহ বিভাগের অফিসে যেতে পারেন। সেখানে গিয়ে তারা কেওয়াইসি করতে পারেন।