Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ, ১০২ লক্ষ কোটি টাকার পরিকল্পনা গ্রহন সরকারের, জানালেন অর্থমন্ত্রী সীতারমণ

Advertisement

পরিকাঠামো খাতে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডাকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাংবাদিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী জানান, ৭০ জন স্টকহোল্ডারের সঙ্গে চার মাস ধরে পরামর্শ করার পর, পরিকাঠামোর উন্নয়নকল্পে ১০২ লক্ষ কোটির সম্পদ চিহ্নিত করেছে টাস্কফোর্স।

তিনি এদিন বলেন, ‘২০১৯ এর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে একথা উল্লেখ করেছিলেন। আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ লক্ষ কোটি পরিকাঠামোর উন্নয়নকল্পে খরচ করেছিলেন তিনি। এই উদ্দেশ্যে প্রকল্প পরিকল্পনার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। আজ, চার মাসের স্বল্প সময়ে ৭০ জন স্টকহোল্ডারের সঙ্গে আলোচনার পর ১০২ লক্ষ কোটির সম্পত্তি চিহ্নিত করেছে টাস্কফোর্স।’

আরও পড়ুন : জানুয়ারি মাসে ১৬ দিন ব্যাংক বন্ধ, দেখুন তালিকা

অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন যে, কেন্দ্র, রাজ্য ও বেসরকারি ক্ষেত্রের সমন্বয়ে এনআইপি ফ্রেমওয়ার্ক তৈরী করে প্রকল্পের রূপায়নের জন্য ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন (এনআইপি) সমন্বয় প্রক্রিয়া চালু করা হয়েছে। তিনি বলেন, ‘২০২০ সালের দ্বিতীয় পর্যায়ে গ্লোবাল ইনভেস্টর মিট সংগঠিত করা হবে।’

সীতারমন বলেন যে, নবীকরণযোগ্য সেক্টর, রেলপথ, নগর উন্নয়ন, সেচ, গতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য জল, ডিজিটাল সেক্টর সহ বিদ্যুৎ আজ ঘোষণা করা জাতীয় পাইপলাইন পরিকাঠামোর অধীনে বিনিয়োগের বেশিরভাগ অংশ ব্যয় করা হবে।

Related Articles

Back to top button