বার্ধক্যের টেনশন শেষ, এই স্কিমে টাকা বিনিয়োগ করুন, পেনশন পাবেন ২ লাখ টাকা
ভারত সরকার সম্প্রতি ভারতের নাগরিকদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম যোজনা নিয়ে হাজির হয়েছে
যারা সরকারি চাকরি করেন না কিন্তু বেসরকারি চাকরির সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছেন তাদের সব সময় একটা বিষয় নিয়ে চিন্তা থাকে, সেটা হল বৃদ্ধ বয়সের পেনশন। সরকারি চাকুরেদের কাছে পেনশন একটা বড় নিশ্চিন্তের জায়গা হলেও, বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পেনশনের কোন বাতুলতা নেই। তাই বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত মানুষেরা সবসময়ই লক্ষ্য রাখেন ফাইনান্সিয়াল প্ল্যানিং এর দিকে। কিভাবে টাকা সঞ্চয় করা যায়, কোন প্রকল্পে বিনিয়োগ করলে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, সেই নিয়ে তাদের সব সময় চিন্তা লেগেই থাকে। তাদের এই চিন্তাকেই দূর করতে ভারত সরকার নিয়ে এসেছে একটি এমন পেনশন যোজনা, যেখানে প্রতি মাসে কিছু টাকা বিনিয়োগ করলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব নেবে খোদ ভারত সরকার।
আদতে, বৃদ্ধ বয়সের দিকে চিন্তা করে চাকরিতে যুক্ত হওয়ার প্রথম দিন থেকেই সেই ব্যক্তিকে নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করে দেওয়া উচিত। আসলে আপনি যত তাড়াতাড়ি সঞ্চয় করতে শুরু করবেন, তত আপনার অবসরকালীন ফান্ড বড় হতে শুরু করবে। অবসরকালীন ফান্ড বড় করার জন্য ভারতের বাজারে ইতিমধ্যেই বেশ কিছু বিকল্প মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে পিএফ, এনপিএস, শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেট। তবে এছাড়াও ভারত সরকার এবং রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প এমন রয়েছে যেখানে আপনারা বিনিয়োগ করলে অবসর গ্রহণের পর আপনি পেয়ে যেতে পারবেন পেনশন। ভারত সরকারের দ্বারা স্বীকৃত এরকমই একটি প্রকল্প হল এন পি এস যোজনা। এই যোজনায় আপনার একাউন্ট খোলা থাকলে আপনি আপনার ষাট বছর পরে অর্থাৎ অবসর গ্রহণের পরে প্রতি মাসে পেয়ে যেতে পারবেন একটা মোটা টাকা পেনশন।
আসলে এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম ভারত সরকারের একটি বিশেষ যোজনা যা সাধারণত বেসরকারি ক্ষেত্রে সঙ্গে সংযুক্ত চাকরিজীবীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্যই নিয়ে আসা হয়েছে। যদি আপনি অবসর গ্রহণের পর প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পেনশন গ্রহণ করতে চান, তাহলে আপনারা ন্যাশনাল পেনশন স্কিম প্রকল্পে বিনিয়োগ করতেই পারেন। আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল পেনশন স্কিম যোজনাটি ইপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা মতই একটি সরকারি যোজনা এবং এখানে বিনিয়োগকারী প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পেনশন পেতে পারবেন। তিনি চাইলে মাসিক পেনশনের অ্যামাউন্ট বৃদ্ধিও করতে পারেন।
এন পি এস এর মাধ্যমে আপনি প্রতি বছর দুই লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন এবং তার সাথেই পেয়ে যাবেন ট্যাক্স ছাড়। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী আপনি সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন যদি আপনি এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করেন। তার পাশাপাশি, যদি আপনি এই প্রকল্পের বিনিয়োগ করেন তাহলে অতিরিক্ত ৫০,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। আপনাকে এই প্রকল্পে ৪০ বছর পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমা করতে হবে। অর্থাৎ সবমিলিয়ে আপনার সেই প্রকল্পের প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে ১.৯১ কোটি টাকা। ম্যাচিউরিটির পরে আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন ২ লাখ টাকা করে পেনশন। এখানে আপনারা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে গ্রহণ করতে পারবেন মাসিক রিটার্ন।