BB Plusনিউজরাজ্য

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট, ডিসেম্বরেই কি বাড়তে চলছে ভাতার পরিমাণ?

বিগত কয়েক বছরের প্যাটার্ন অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা সাধারণত মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে জমা করে রাজ্য সরকার।

Advertisement

বিগত কয়েক বছরে রাজ্যে যে প্রকল্পটি সবচেয়ে সুপারহিট প্রমাণিত হয়েছে, তার মধ্যে তালিকার প্রথম সারিতে রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে রাজ্যের কয়েক লক্ষ নারী উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম দিকে এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মহিলারা ৫০০ টাকা মাসিক অনুদান এবং উপজাতি-তপশিলি জাতির মহিলারা মাসে ১০০০ টাকা অনুদান পেতেন। যার পরিমাণ গত কয়েক মাসে বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের তালিকায় নাম থাকা সাধারণ মহিলারা মাসে ১২০০ টাকা এবং তপশিলি জাতি-উপজাতি মহিলারা মাসে ১৫০০ টাকা ভাতা পেয়ে থাকেন।

সাধারণত লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসের শুরুতে দেওয়া হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। তবে চলতি মাসের ৫ তারিখ উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা। ফলে প্রত্যেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর কি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষীর ভান্ডারের কিস্তির টাকা? কবেই বা ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? আর কত টাকাই বা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে? চলুন আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক-

আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছরের প্যাটার্ন অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা সাধারণত মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে জমা করে রাজ্য সরকার। ফলে আগামী ২-৩ দিনের মধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকবে বলে অনুমান করা যাচ্ছে। যেখানে সাধারণ উপভোক্তারা ১২০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা ঢুকবে। এদিন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নতুন ভাবে চলতি মাসে এই তালিকায় নাম উঠেছেন রাজ্যের ৫ লক্ষ মহিলা। ফলে তাদের অ্যাকাউন্টেও ঢুকবে প্রথম মাসের কিস্তি।

Related Articles

Back to top button