Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কন্যার ভবিষ্যৎ এবার সুরক্ষিত, ২৫,০০০ টাকা দেবে সরকার, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Updated :  Tuesday, December 12, 2023 4:36 PM

বিগত কয়েক বছরে ভারতীয় জনগণের জন্য একাধিক কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কৃষননিধি যোজনা, স্বচ্ছ ভারত যোজনা, আয়ুষ্মান ভারত যোজনার মত একাধিক লাভজনক স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া ভারতীয় তরুণীদের জন্য “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের অধীনে “লাডলি বেহন” স্কিমের সূচনাও করেছে কেন্দ্রীয় সরকার। যে পরিকল্পনা গুলির মাধ্যমে বর্তমানে কোটি কোটি মানুষ সুবিধা গ্রহণ করছেন।

তবে আজ আমরা আপনাদের জন্য যে বিশেষ পরিকল্পনার কথা জানাতে চলেছি, সেটি কেন্দ্রীয় সরকার নয় বরং রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে সুমমঙ্গলা যোজনার অধীনে রাজ্যের মহিলা এবং তরুণীদের উন্নতির পরিকল্পনা গ্রহণ করেছে যোগী সরকার। এই যোজনার অধীনে একজন তরুণী সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত অর্থ সাহায্য পাবে।

কন্যার বয়স এক বছর হলে ২,০০০ টাকা, কন্যা যখন প্রথম শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন 6ষ্ঠ শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন 9ম শ্রেণীতে যাবে তখন ৫,০০০ টাকা এবং কখন মেয়ে গ্রাজুয়েশনে যাবে তখন ৭,০০০ টাকা প্রদান করা হবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন?

সুমঙ্গলা যোজনার সুবিধা পেতে হলে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। একমাত্র তবেই এই বিশেষ পরিকল্পনায় আবেদন করতে পারবে মেয়েরা। পাশাপাশি, একটি পরিবার থেকে সর্বোচ্চ দুইজন এই স্কিমের সুবিধা পাবেন। এই বিশেষ পরিকল্পনার সুবিধা পেতে হলে, প্রথমে আবেদনকারীকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। sky.up.gov.in ওয়েব সাইটে গিয়ে সিটিজেন সার্ভিসের নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং প্রয়োজনীয় নথি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর এই স্কিমের সুবিধা পাবেন উপভোগতারা।