কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলা দিন দিন বেড়েই চলছে। গতকাল, মঙ্গলবারের সন্ধ্যায় কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পের উপর নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা। এর ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাংলার পাঁচজন শ্রমিকের।
মঙ্গলবার তাদের ক্যাম্পে হানা দেয় আততায়ী, এবং তাদের অপহরণ করে গুলি করে তারা। মৃত শ্রমিকদের সকলেই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা। বাংলার শ্রমিকের মৃত্যুতে আজ শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, “গভীর বেদনা ও দুঃখে আমি মুর্শিদাবাদ থেকে পাঁচজন শ্রমিকের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দ্বারা চালিত হত্যাকাণ্ডের নিন্দা জানাই।” এছাড়াও তিনি জনগণের উদ্দেশ্য জানান যে, শত্রুদের দ্বারা এই কাপুরুষোচিত এবং ঘৃণ্য কাজটি মানবতাকে ক্ষুণ্ণ করে এবং এই হিংস্রতাকে পরিহার করার কথা তিনি বলেন। এছাড়া শোকাহত পরিবারগুলিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে সরকার এবং এনজিও এর কাছে আবেদন জানান তিনি।