Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Idol-এ রোমান্টিক হয়ে উঠলেন গোবিন্দা, স্ত্রীকে চুম্বন করলেন, দেখে লজ্জা পেলেন মেয়ে

Updated :  Monday, October 24, 2022 10:00 AM

চারদিকে এখন দীপাবলীর আমেজ। সকলের পাশাপাশি ইন্ডিয়ান আইডল সিজন ১৩’র মঞ্চেও সকলে মেতে উঠেছেন দীপাবলীর আনন্দে। আর দীপাবলী উপলক্ষেই চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সপরিবারে উপস্থিত থাকবেন গোবিন্দা। উল্লেখ্য, ভাইরাল হওয়া প্রোমো অনুযায়ী, এদিন নিজের স্ত্রীয়ের সাথে এই মঞ্চে নাচবেন তিনি। আপাতত সেই ঝলকই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার আলোয় গোবিন্দা।

সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে দুই প্রতিযোগীকে গোবিন্দ অভিনীত ছবির একটি গান গাইতে শোনা যাবে। এদিন মঞ্চে ঋষি ও বিদীপ্তাকে ডুয়েট গাইতে দেখা যাবে। তাদের গান শুনে এই মুগ্ধ হবেন তারা। এরপরেই অভিনেতার স্ত্রী বলে ওঠেন গোবিন্দা জি কখনোই তার সাথে নাচেননি। আর সেই দৃশ্যের পরেই প্রোমো অনুযায়ী দেখা যাবে স্ত্রী সুনিতা আহুজার সাথে ‘আপকে আ জানে সে’এর তালে নাচবেন তারা। এমন কি মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়বেন এই তারকা জুটি। আপাতত, আসন্ন সেই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন ইন্ডিয়ান আইডলের সকল ভক্তরাও।

এই মুহূর্তে টেলিভিশনের পর্দার পাশাপাশি গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় ইন্ডিয়ান আইডল সিজন ১৩’র এই আসন্ন এপিসোডের প্রোমো ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। আর সেই প্রোমো ভাইরাল হতেই গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় নেটজনতার পাশাপাশি ভক্তমহলের মাঝে চর্চিত গোবিন্দা। অভিনেতার সাথে তার স্ত্রীয়ের এই পারফর্ম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। প্রোমোতেই তাদের এই নাচের ঝলক পছন্দ হয়েছে ভক্তমহলের। সকলের জন্য আরো একবার রইল সেই প্রোমোটি, দেখে নিন।