Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Govinda-Karishma’s Vairal Song: মাঝরাতে একই খাটে রোমান্স করলেন কারিশ্মা-গোবিন্দা, দেখে উচ্ছ্বাসে ভাসলেন সকলে

Updated :  Wednesday, April 19, 2023 12:50 PM

কারিশ্মা কাপুর ও গোবিন্দা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দুই জনপ্রিয় প্রথম সারির তারকা। বড়পর্দায় একাধিক ছবিতে একসাথে দেখা মিলেছে তাদের। খুব সম্ভবত ১১-টি ছবিতে একসাথে কাজ করেছেন তারা। ইন্ডাস্ট্রির অন্যতম হিট, সফল, রোমান্টিক জুটি ছিলেন গোবিন্দা-কারিশ্মা। এই মুহূর্তে নিজেদের রোমান্সের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত এই অনস্ক্রিন তারকা জুটি।

খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় ‘টিপস্ অফিসিয়াল’ নামের চ্যানেল থেকেই একাংশের মাঝে ভাইরাল হয়েছে গোবিন্দ ও কারিশ্মা কাপুর অভিনীত ‘রাজা বাবু’র গান। এই মুহূর্তে ‘সারকায়ে লিও খাটিয়া যাদা লাগে’ গানটিই পুনরায় ভাইরাল হয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে। অবশ্য এই মুহূর্তে গানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি লিরিকাল। অবশ্য সেকথা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে।

দর্শকমহলের কাছে তাদের অন্যতম প্রিয় জুটি গোবিন্দা-কারিশ্মা। এই মুহূর্তে নিজেদের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘রাজা বাবু’র উল্লেখ্য গানের তালেই চর্চায় উঠে এসেছেন তারা। এই ঝলকে মধ্যরাতেই একে অপরের সাথে করেছিলেন তুমুল রোমান্স, যা আবারো ভাইরাল হতে দেখে খুশি এই তারকা জুটির ভক্তরাও। আপাতত বলাই বাহুল্য, ‘রাজা বাবু’র গানে কারিশ্মা-গোবিন্দার সাথেই আবারো মেতে উঠেছেন একাংশ। উল্লেখ্য, ছবিতে গানটি গেয়েছিলেন কুমার শানু ও পূর্ণিমা।