Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোবিন্দার নাচ দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না অর্জুন, আয়ুষ্মান ও রণবীর, সাথে যোগ দিলেন স্ত্রী সুনীতাও

Updated :  Wednesday, November 23, 2022 9:09 AM

আশির দশকে বলিউডে পা রেখেছিলেন এক যুগান্তকারী অভিনেতা। রাতারাতি গোটা দেশের কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি একটি সিনেমার মাধ্যমে। বক্সঅফিস কাঁপিয়ে ব্যাপক ব্যবসা করেছিল ‘লাভ ৮৬’ সিনেমাটি। তারপর একের পর এক সিনেমায় সুযোগ পেতে থাকেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দার কথা বলা হচ্ছে। এই অভিনেতা বলিউডে ডেবিউ করার পর মাত্র ৪ বছরের মধ্যে ৪০ টি ছবি করেছিলেন। অভিনয়ের পাশাপাশি এই তারকার ডান্স পছন্দ ছিল গোটা দেশবাসীর।

সম্প্রতি ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২২ এর আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির সমস্ত তারকারাই। এই ইভেন্টের বিভিন্ন ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হচ্ছে। তার মধ্যেই যেই ভিডিওটি রাজ করছে সেটি হল গোবিন্দার নাচের ভিডিও। ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে গেছে ইন্টারনেট দুনিয়াতে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পুরষ্কার অনুষ্ঠানে গোবিন্দ যখন পারফরম্যান্স দেন, তখন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা এবং অর্জুন কাপুরও তাঁর সঙ্গে নাচতে শুরু করেন। আসলে গোবিন্দা অন্যতম জনপ্রিয় হিন্দি গান ‘ম্যায় তো রাস্তে সে জা রাহা থা’ মঞ্চে পারফর্ম করছিলেন। গানের মাঝেই তাঁর সাথে এসে যোগদান করেন অর্জুন কাপুর, রণবীর সিং, মনীশ পল, আয়ুষ্মান খুরানা প্রমুখরা। আর এই বিশেষ মুহূর্ত ব্যাপক উপভোগ করেন স্ত্রী সুনিতাও।

ভিডিও ভাইরাল হতেই তাতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন ইন্টারনেটবাসীরা। কেউ কেউ কমেন্ট করে লিখেছেন, ‘এতদিন বাদে নাচ দেখে মন ভরে গেল।’ আবার কেউ কমেন্ট করে লিখেছেন, ‘গোবিন্দার নাচ এমন যে সবাই নাচতে বাধ্য’। এছাড়া ভিডিওটি প্রচুর মানুষ লাইক করেছেন এবং শেয়ার করেছেন।