Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Big News: বেতন বাড়ালেন মমতা!

Updated :  Friday, September 13, 2019 5:42 PM

সামনেই পুজো। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর দিল রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের সব সুপারিশ মেনে নিয়ে ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। আজ, শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সংগঠনের সভা থেকে মমতা বলেন, “১ জানুয়ারি, ২০০৬ অনুযায়ী যাদের মূল বেতন ৭ হাজার টাকা ছিল তাদের মূল বেতন বেড়ে ১৭,৯৯০ টাকা করা হল। সেই অনুপাতেই প্রত্যেক রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়বে। ” উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, “১০০ টাকা বেসিক পে থাকলে ১২৫ টাকা বেতন হতো। ডিএ এবং পে কমিশন মিশে গেলে সেটাই ২৫৭ টাকায় গিয়ে দাঁড়াই। তাই ডিএ এবং পে কমিশন সংযুক্ত হয়ে গেলে আর সমস্যায় থাকবে না। ”

তিনিআরও বলেন, “আগামী ২৩ সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠক রয়েছে। সম্ভবত সেই বৈঠকে বেতন কমিশনের সুপারিশ অনুমোদন করানোর পরেই সরকারি ঘোষণা হবে। খুব শীঘ্রই এই সুপারিশ কার্যকর করা হবে।” আগামী বছর ১ জানুয়ারি থেকেই নতুন হারে বেতন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।