Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সরকার ব্যর্থ, দিল্লির হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা রজনী

Updated :  Thursday, February 27, 2020 11:21 AM

উত্তর পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়ছে হিংসা, মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবলের। পরিস্থিতি মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে কেন্দ্র সরকার। আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হলেও প্রশাসনিক ক্ষমতা নেই তার হাতে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল, ঘটনা মোকাবিলার জন্য তিনি অনুরোধ করেন। কিন্তু হিংসা ক্রমশ বেড়েছে ছাড়া কমেনি।

এমনই পরিস্থিতিতে গত বুধবার অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার দিকে এবার আঙুল তুললেন দক্ষিণ ভারতের অভিনেতা-রাজনীতিক রজনীকান্ত। এবার তিনি দিল্লির এই পরিস্থিতিকে সরকার নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্য কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন। দিল্লির এই পরিস্থিতিতে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের এবং আহত হয়েছেন প্রায় দু’শোরও বেশি মানুষ।

আরও পড়ুন : দিল্লির হিংসাতে মৃত্যু ৩৪ জনের, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

বুধবার তিনি কেন্দ্র সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলে সংবাদমাধ্যমকে বলেন, “দিল্লিতে হিংসার জন্য দায়ী গোয়েন্দাদের ব্যর্থতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা এদেশে সফরে আসা কালীন গোয়েন্দাদের আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি আশা রাখি, অন্তত এখন তারা সক্রিয় হবেন। কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আর এটা যদি গোয়েন্দা ব্যর্থতা হয়, তবে তা একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। রাজনৈতিক লাভের জন্য যারা ধর্মকে ব্যবহার করে তাদের কঠোর ভাষায় নিন্দা করছি।’