দেশনিউজ

পাঁচ বছরের বদলে এক বছরেই মিলবে গ্র্যাচুইটি, নতুন নিয়ম কেন্দ্রের

Advertisement

নতুন বছরের আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্র। পাঁচ বছরের বদলে এবার থেকে এক বছর কাজ করলেই মিলবে গ্র্যাচুইটির সুবিধা, এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বর্তমানে পাঁচ বছর একটানা কাজ তবেই মেলে গ্র্যাচুইটির সুবিধা। কিন্তু আজকের দিনে কাজের ক্ষেত্র পরিবর্তন করা চাকুরীজীবি ব্যক্তিদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে পাঁচ বছরের মেয়াদ শেষ না হলে গ্র্যাচুইটির সুবিধা পাচ্ছেন না তারা। সবচেয়ে বেশী বঞ্চিত হচ্ছে বেসরকারি ক্ষেত্রের কর্মীরা।

ফলে চাকুরীজীবি মানুষের কথা নতুন আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রকের পক্ষ থেকে ‘কোড অন স্যোশাল সিকিউরিটি ২০১৯’ নামে একটি ডোমেইন প্রকাশ করা হয়েছে। যার মাধ্যমে জনসাধারণ ও সংশ্লিষ্ট সকলের মতামত জানতে চাইছে কেন্দ্র। মানুষের মতামত নিয়েই এই কাজে এগোতে চাইছে শ্রম দপ্তর। এ বিষয়ে শীতকালীন অধিবেশনে বিল আনতে চাইছে সরকার। একই সাথে গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে বলে শ্রম মন্ত্রক সূত্রে জানা গেছে।

Related Articles

Back to top button