মাত্র ১৯৮ টাকায় দারুণ সুবিধা, JIO-র এই সস্তার রিচার্জে দারুন চমক! Airtel-VI অনেক পিছিয়ে
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে অসংখ্য গ্রাহক তাদের কানেকশন বদলে BSNL-এ চলে গিয়েছিলেন। হারানো গ্রাহকদের ফিরে পেতে এবার সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে প্রধান নেটওয়ার্ক সংস্থাগুলি। এর মধ্যে Reliance Jio আরও কম খরচে আকর্ষণীয় সুবিধা নিয়ে এগিয়ে রয়েছে।
Jio-র ১৯৮ টাকার সাশ্রয়ী প্ল্যান
Jio এনেছে মাত্র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান, যেখানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা, আনলিমিটেড কলিং (লোকাল ও এসটিডি), এবং ১০০টি SMS পাবেন। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন, অর্থাৎ মোট ২৮ জিবি ডেটা ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে Jio TV, Jio Cinema, এবং Jio Cloud-এর ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে।
Airtel-এর ৩৭৯ টাকার ডেটা প্ল্যান
Airtel নিয়ে এসেছে ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান, যেখানে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন ১০০টি SMS দেওয়া হবে। এই প্ল্যানটির বৈধতা ৩০ দিন। এছাড়াও Airtel-এর এই প্ল্যানে স্প্যাম অ্যালার্ট এবং হ্যালোটিউন-এর সুবিধাও রয়েছে।
VI-এর ৩৬৫ টাকার ডেটা প্ল্যান
Vodafone-Idea বা VI-ও এনেছে ৩৬৫ টাকার একটি রিচার্জ প্ল্যান, যেখানে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন।
তুলনায় এগিয়ে Jio
মূল্য এবং সুবিধার দিক থেকে Jio-র ১৯৮ টাকার প্ল্যান অন্যান্য সংস্থার তুলনায় অনেক বেশি লাভজনক। যেখানে Airtel এবং VI প্রায় দ্বিগুণ খরচে একই ধরনের সুবিধা দিচ্ছে, Jio কম খরচে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। পাশাপাশি বিনামূল্যে Jio-র একাধিক পরিষেবাও পাওয়া যাচ্ছে।
এই সাশ্রয়ী প্ল্যানগুলো নিয়ে নেটওয়ার্ক সংস্থাগুলি নতুন করে প্রতিযোগিতায় নামছে। গ্রাহকদের জন্য এখন Jio, Airtel ও VI-র মধ্যে উপযুক্ত প্ল্যান বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যদি আপনি কম খরচে বেশি সুবিধা খুঁজছেন, তাহলে Jio-র এই নতুন প্ল্যান আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।