নতুন বছরে দারুণ উপহার এসবিআই এর তরফ থেকে, এবার বাড়ছে ফিক্স ডিপোজিটের সুদের হার
ফিক্স ডিপোজিট এর বিভিন্ন সময়কালে সুদের হার পরিবর্তন করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
এখনকার দিনে শুধুমাত্র টাকা জমানো নয় অনেকেই টাকা বিনিয়োগ করার বিভিন্ন পরিকল্পনা করতে থাকেন। এখন টাকা বিনিয়োগের পরিমাণ আগে তুলনায় অনেকটাই বেড়েছে। শুধুমাত্র বাড়িতে জমিয়ে রাখা অথবা সেভিংস ব্যাংক একাউন্টে টাকা জমিয়ে রাখা নয়, এখন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড, গোল্ড বন্ড এবং এরকম বিভিন্ন জায়গায় ভিডিও করতে পছন্দ করেন ভারতের সাধারণ নাগরিকরা। অনেকে এমনও আছেন যারা বেশি রিস্ক নিতে চান না এবং তারা সেই কারণে ব্যাংকে ফিক্স ডিপোজিট একাউন্ট করে থাকেন। হয়তো ফিক্স ডিপোজিটের সুদের হার ততটা বেশি নয়, কিন্তু তবুও যদি আপনি রিস্ক নিতে না চান এবং আপনার টাকা আয়তনের বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু এটা একটা দারুন রাস্তা। সময়কাল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ভালো টাকা রিটার্ন পাবেন এখান থেকে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এরকম একটি দীর্ঘমেয়াদী ফিক্স ডিপোজিট নিয়ে আসা হয়েছে সাধারণ মানুষের জন্য। চলুন তাহলে এই দারুন পরিকল্পনার ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিত।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবথেকে জনপ্রিয় ব্যাংক এবং এই মুহূর্তে এই ব্যাংকটি গ্রাহকদের দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনায় ফিক্স ডিপোজিট করার সুযোগ দেয়। এখনো পর্যন্ত দেখতে গেলে ভারতের সবথেকে বেশি অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। একদিকে যেমন এই ব্যাংকে টাকা রাখাটা অনেকটা সুরক্ষিত তেমনি কিন্তু এই ব্যাংকের ফিক্স ডিপোজিটের সুদের হার অনেকটাই ভালো। বলতে গেলে অন্যান্য বেসরকারি ব্যাংকের তুলনায় স্টেট ব্যাংক বেশি ভালো সুদ দিয়ে থাকে। চলুন তাহলে এই ব্যাংকের সুদের হার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আপনি যদি ৭ দিন থেকে ৪৫ দিনের জন্য ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনি ৩.৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। প্রবীণ নাগরিকদের জন্য এই সময়কালে সুদের হার ৪ শতাংশ। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য ফিক্স ডিপোজিট তৈরি করলে ৪.৭৫% হারে সুদ এই মুহূর্তে মিলছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার এই সময়কালে ৫.২৫%। ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত সময়কালে যদি ফিক্স ডিপোজিট একাউন্ট করা হয় তাহলে সুদের হার ৫.৭৫%। বয়স্ক নাগরিকদের জন্য সুদের হার ৬.২৫%। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য যদি একাউন্ট করা হয় তাহলে সুদের হার ৬ শতাংশ। এই একই সময় কালে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫%। এক বছর থেকে দুই বছরের কম সময়ের জন্য ফিক্স ডিপোজিটের সুদের হার ৬.৮০ %। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৩০%। দুই বছর থেকে তিন বছরের কম সময়ের মধ্যে ফিক্স ডিপোজিটের সুদের হার ৭ শতাংশ এবং একই সময় কালে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫০%। ৩ বছর থেকে ৫ বছরের সময়কাল পর্যন্ত ফিক্স ডিপোজিট এর সুদের হার ৬.৭৫%। এই একই সময়কালে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫%। সবশেষে পাঁচ বছর থেকে ১০ বছরের সময়কালের মধ্যে ফিক্স ডিপোজিটের সুদের হার ৬.৫০%। এই একই সময় কালে, প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু সুদের হার অনেকটা বেশি। এই জায়গায় কিন্তু প্রবীণ নাগরিকরা ৭.৫% সুদ পেয়ে যাচ্ছেন