সামনেই আসতে চলেছে পুজো।এই সময় নিজের উপার্জিত টাকার সাথে সামান্য কিছু বোনাস পেলে কেইবা না খুশি হয়। বোনাসের টাকায় হবে পুজোর দেদার কেনাকাটা।আর এই পুজোর আগেই বড় বোনাস ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।
আজ, বুধবার কেন্দ্রে মন্ত্রী সভার বৈঠকের আয়োজন হয়। আর এই বৈঠকের শেষে কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকর ভারতীয় রেলের কর্মীদের জন্য বোনাসের কথা ঘোষণা করেন।আগামী পুজোর মরসুমের জন্যে এই ঘোষণা।
কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, ৭৮ দিনের বেতন রেলকর্মীদের বোনাস হিসেবে দেওয়া হবে। এই বোনাসের ফলে উপকৃত হবেন ১১ লক্ষ রেলকর্মী। শুধুমাত্র এই পুজোয় না, এই নিয়ে টানা ৬ বছর এই পরিমাণ বোনাস দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’