Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেশন কার্ড ধারকদের জন্য বিশাল সুখবর, এবার থেকে প্রতিবছর তিনটি করে সিলিন্ডার বিনামূল্যে দেবে বিজেপি সরকার

Updated :  Friday, July 15, 2022 12:41 PM

সারা দেশে যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে রানার গ্যাসের সিলিন্ডারের দাম। এই মুহূর্তে ভারতের রান্নার কাছে সিলিন্ডারের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে উঠেছে এবং এই কারণে ভারতের সবার মাসিক বাজেট অনেকটাই গেছে বিগড়ে। এই মুহূর্তে প্রায় ১০৫০ টাকা দাম পড়ছে প্রত্যেকটি রান্নার গ্যাস সিলিন্ডারের। তবে, এই মূল্য বৃদ্ধির মধ্যেই আপনাদের জন্য একটি দারুন সুযোগ নিয়ে এসেছে বিজেপি সরকার। যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে তাহলে এই খবরটি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ সরকারের তরফ থেকে রেশন কার্ড ধারকদের তিনটি করে বিনামূল্য গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে কিছু শর্ত রয়েছে। এর প্রধান শর্তটি হল, এই গ্যাস সিলিন্ডার সেই সমস্ত মানুষদের দেওয়া হবে যারা বিপিএল কার্ড ধারক অর্থাৎ গরিবিরেখার নিচে যারা থাকেন।

কি কি রয়েছে শর্ত?

তিনটি গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে যেগুলো আপনাকে পালন করতে হবে। প্রথমত আপনার কাছে অন্তদয় কার্ড থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে হতে হবে উত্তরাখণ্ড রাজ্যের স্থায়ী বাসিন্দা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সরকারের তরফ থেকে এই বিশেষ ঘোষণা করা হয়েছে। বিজেপি সরকার জানিয়েছে, যাদের কাছে এরকম বিপিএল কার্ড এবং অন্তদয় কার্ড থাকবে, তারা প্রতিবছরের তিনটি করে সিলিন্ডার বিনামূল্যে পেয়ে যাবেন। সাধারণ মানুষের উপরে অনেকটা কমে যাবে আর্থিক বোঝা এবং সুবিধা পাবেন তারা।

এরা পাবেন সুবিধা

যাদের রেশন কার্ড বিপিএল তালিকাভুক্ত এবং যাদের কাছে অন্তদয় কার্ড রয়েছে তারা এই অফারের সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে তাদের এই রেশন কার্ডের সঙ্গে অবশ্যই গ্যাস কানেকশন লিংক করা থাকতে হবে। তার পাশাপাশি অবশ্যই আপনাকে উত্তরাখণ্ডের বাসিন্দা হতে হবে। তাহলেই তারা সারা বছরের তিনটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পেয়ে যাবেন।

তাড়াতাড়ি করুন এই কাজ

যদি উত্তরাখণ্ডের বিজেপি সরকারের এই প্রকল্পের সুবিধা আপনি গ্রহণ করতে চান তাহলে আপনাকে জুলাই মাসের মধ্যেই আপনার আধার কার্ডের সঙ্গে গ্যাস কানেকশন লিংক করিয়ে ফেলতে হবে। যদি আপনার কার্ডের সঙ্গে এলপিজি কানেকশন লিংক করানো না থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই কাজটি করিয়ে ফেলুন না হলে আপনি কিন্তু এই যোজনার থেকে বঞ্চিত হয়ে যাবেন। সরকারের পরিসংখ্যান অনুযায়ী, সম্পূর্ণ উত্তর প্রদেশে এই মুহূর্তে ২ লক্ষ অন্তদয় কার্ডধারক মানুষ রয়েছেন। তাদের সকলকে প্রত্যেক বছরে তিনটি করে গ্যাস সিলিন্ডার দিতে সরকারকে খরচ করতে হবে প্রায় ৫৫ কোটি টাকা।