এসবিআই দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা কিছু আলাদা নিয়মের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে। অন্যসব ব্যাংকের সঙ্গে এর নিয়ম অনেকটাই আলাদা। এবার এসবিআই নিয়ে আসতে চলেছে নতুন সুবিধা। এসবিআইতে এবার কোনও ডকুমেন্ট ছাড়াই অ্যাকাউন্ট খোলা যাবে। এর জন্য আর কেওয়াইসি দিতে হবেনা। কিন্তু এর জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। শুধু লাগবে নিজের সেল্ফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ। এতে কোনো ব্যালান্স রাখা বাধ্যতামূলক নয়। কিন্তু এই অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি রাখা যাবেনা। একমাসে ১০ হাজার টাকার বেশি তোলা যাবেনা। এছাড়া বিনামূল্যে পাওয়া যাবে ইন্টারনেট ব্যাংকিং, টাকা তোলা, ফান্ড ট্রান্সফার ইত্যাদি পরিসেবা।