গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় জীবন বিমা নিগম। এক বিশেষ স্কিমের ঘোষণা করল এই সংস্থা। কর্মরতদের জন্য এই বিশেষ স্কিমের ব্যবস্থা করল ভারতীয় জীবন বিমা নিগম। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সর্বাধিক ৬৫ হাজার টাকা পর্যন্ত পেনসন পাওয়া যেতে পারে। নূন্যতম ৩০ বছর ও সর্বাধিক ৮৫ বছরের জন্য এই স্কিম নেওয়া যায়। ৫-২০ বছরের মধ্যে ৯.১৮% থেকে ১৯.২৩% লাইফটাইম গ্যারান্টি পাওয়া যাবে এই স্কিমে। এছাড়াও থাকছে লোনের ব্যবস্থা।
LIC এর গ্রাহকদের জন্য দারুন অফার! জানুন বিস্তারিত

Updated : Monday, August 26, 2019 3:47 AM













