ইতিমধ্যেই ভারতে কাজ শুরু করে দিয়েছে সপ্তম পে কমিশন। সেই কারণেই ভারতের কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এসেছে মোদি সরকার। আগামী কয়েকদিনের মধ্যেই কর্মচারীদের একটা বড় সুবিধা হতে চলেছে। আর কিছুদিন পরেই আসতে চলেছে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তার আগেই এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বিরাট উপহার নিয়ে হাজির হলো মোদি সরকার। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে সমস্ত টাকা আটকে ছিল, তা সবকিছু একসাথে ক্লিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পাশাপাশি সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে পুজোর আগে দারুণ সরকারি সুবিধা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হতে চলা একটি ক্যাবিনেট বৈঠকে এই বিষয় নিয়ে শেষ পর্যায়ের আলোচনা হবে। কেন্দ্রীয় সরকার যদি এই সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করেন তাহলে ভারতের ১.২৫ কোটি মানুষের ভাগ্য ফিরে যাবে মুহূর্তের মধ্যেই।
একদিক থেকে দেখতে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটা লম্বা সময় ধরে এর জন্য অপেক্ষা করছিলেন। খুব শীঘ্রই তাদের বেতন এক ধাক্কায় ৪০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে। এআইসিপিআই এর পরিসংখ্যান থেকে এই বিষয়টা স্পষ্ট হয়েছে, আগামী আগস্ট মাস থেকেই বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। আগামী ৩ আগস্ট এই নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর। এই বৈঠকে যা সিদ্ধান্ত হবে সেই নিরিখে নতুন করে পরিবর্তিত হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।
আপনাদের জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসের পরে এআইসিপিআই লাগাতার বৃদ্ধি পেতে শুরু করেছিল। সেই সময় থেকেই যেভাবে মূল্যবৃদ্ধি হতে শুরু করে, তাদের অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন জুলাই মাসেই বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। তবে জুলাই মাসে কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোন বৈঠক করতে পারছেনা। তাই আগস্ট মাসের একেবারে প্রথম দিকেই এই বৈঠক হতে চলেছে। বলতে গেলে, এপ্রিল মাসের পর থেকেই এই ইনডেক্স ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। এই মুহূর্তে এই ইনডেক্স ১২৯ পয়েন্টে রান করছে এবং যদি জুন মাসের হিসাব না দেখা হয় তবুও ফেব্রুয়ারি মাসের নিরিখে ৬% বৃদ্ধি পেয়েছে এই ইন্ডেক্স। যদি খুব শীঘ্রই এই এআইসিপিআই ইনডেক্স না কমে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যে ৬ শতাংশ বাড়বে, সেটা নিয়ে আর কোন সংশয় নেই।
জি বিজনেস এর একটি রিপোর্ট অনুযায়ী আগামী ৩ আগস্ট একটি ক্যাবিনেট বৈঠক হতে চলেছে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। এই বৈঠকেই মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির একটা ঘোষণা করা হতে পারে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ ডিএ গ্রহণ করে থাকেন। সম্ভাবনা আছে ৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে এই হার। যদি সমস্ত হিসাব ঠিক ঠাক থাকে তাহলে, আগামী আগস্ট মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৪০ শতাংশ। অর্থাৎ যদি কোন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ৫৬ হাজার ৯০০ টাকা প্রতি মাসে থাকে, তাহলে নতুন ৪০ শতাংশ মহার্ঘ ভাতা অনুযায়ী তিনি ২২,৭৬০ টাকা ভাতা পাবেন। এখনো পর্যন্ত তিনি ৩৪ শতাংশের হিসাবে ১৯,৩৪৬ টাকা ভাতা পেয়ে থাকেন। অর্থাৎ তার প্রতিমাসে স্যালারি বাড়বে ৩,৪১৪ টাকা। সারা বছরে তার বেতন বৃদ্ধি পাবে ৪০ হাজার ৯৬৮ টাকা।