New GST Rates: পকেটে স্বস্তি! ২২ সেপ্টেম্বর কি কমবে LPG দাম? জেনে নিন সর্বশেষ আপডেট

দামবৃদ্ধির আতঙ্ক কাটিয়ে এবার সাধারণ মানুষ স্বস্তির খবর পেলেন। ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার। তবে বহু মানুষের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল—এলপিজি সিলিন্ডারের দাম কি বাড়বে? তার উত্তর স্পষ্ট—গার্হস্থ্য ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই জিএসটি হার অপরিবর্তিত থাকছে।
এলপিজি নিয়ে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত
সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গার্হস্থ্য রান্নার গ্যাসের উপর বর্তমানে যে ৫ শতাংশ জিএসটি আরোপিত হয়, তা অপরিবর্তিত থাকবে। একইভাবে বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের উপর জিএসটি হারও ১৮ শতাংশেই বহাল থাকছে। অর্থাৎ, নতুন হার কার্যকর হলেও এলপিজি সিলিন্ডারের দামে সরাসরি কোনও পরিবর্তন আসছে না।
গার্হস্থ্য ও বাণিজ্যিক ব্যবহারে ভিন্ন করহার
ভারতের প্রায় প্রতিটি পরিবার রান্নার জন্য এলপিজির উপর নির্ভরশীল। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে নানা শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় বাণিজ্যিক সিলিন্ডার। তাই জিএসটির প্রভাব কেবল গৃহস্থালি নয়, ব্যবসা-বাণিজ্যেও পড়ে। তবে এবার সিদ্ধান্ত অনুযায়ী দু’ধরনের সিলিন্ডারের ক্ষেত্রেই পূর্ববর্তী করহার বহাল থাকবে।
সাধারণ মানুষের স্বস্তি
জ্বালানির দামের ওঠানামায় নিত্যপ্রয়োজনীয় খরচ প্রায়ই বেড়ে যায়। ফলে গার্হস্থ্য এলপিজির দাম না বাড়ায় সাধারণ মানুষের কাছে এটি বড় স্বস্তির খবর। যাঁরা প্রতিমাসে রান্নার গ্যাস কিনে থাকেন, তাঁদের জন্য আগের মতোই খরচ বহন করতে হবে, অতিরিক্ত চাপ পড়বে না।
ব্যবসায়ী মহলের প্রতিক্রিয়া
বাণিজ্যিক সিলিন্ডারের উপর করহারও অপরিবর্তিত থাকায় রেস্তোরাঁ, হোটেল ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বস্তি প্রকাশ করেছে। তাঁদের বক্তব্য, এলপিজির উপর কর না বাড়ায় খরচের চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যাবে। তবে তারা আশা করছে ভবিষ্যতে বাণিজ্যিক সিলিন্ডারের উপর জিএসটি হার আরও কিছুটা কমানো হবে।
খাদ্যদ্রব্যের উপর করছাড়
নতুন জিএসটি কাঠামোর অধীনে কেবল এলপিজি নয়, বহু খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। এর ফলে বাজারে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। তবে এলপিজির ক্ষেত্রে দাম স্থিতিশীল থাকাটাই সাধারণ মানুষের কাছে বড় ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।