দেশনিউজ

প্রধানমন্ত্রীর জন্মদিনে লাগানো হবে ৭০ হাজার চারাগাছ, মধ্যপ্রদেশে ‘অন্ন উৎসব’

Advertisement

সুরাট: বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির 70তম জন্মদিন। আর এই জন্মদিনে তার নিজের রাজ্য গুজরাটে 70 হাজার চারাগাছ লাগানো হবে। গুজরাটের সুরাট পুরসভা, বেশকিছু সংগঠন ও বাণিজ্য গোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে শহরের ডেপুটি মেয়র নীরব শাহ জানিয়েছেন, ‘দিন পনেরো আগে এই চারাগাছ লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করছি, বৃহস্পতিবারের মধ্যে 70 হাজার চারাগাছ পোঁতা হয়ে যাবে। প্রধানমন্ত্রী সবসময় বলেন যে, তাঁর জন্মদিন পালন করতে হলে এমন কিছু করতে যাতে সাধারণ মানুষের উপকার হয়। আর সে কথা মাথায় রেখেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। এই গাছ পোঁতার ফলে সারা শহরে অক্সিজেনের মাত্রা বাড়বে। উপকৃত হবে আগামী প্রজন্ম।’

অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে আগামিকাল, বুধবার মধ্যপ্রদেশে পালন হবে ‘অন্ন উৎসব’। শিবরাজ চৌহানের সরকারের তৎপরতায় এই ‘অন্ন উৎসব’-এ উপকৃত হবে বিপিএলের নিচে থাকা প্রায় 37 লক্ষ নতুন উপভোক্তা। তাদের চড়া ভর্তুকি দিয়ে ন্যূনতম দামে খাদ্যশস্য দেবে মধ্যপ্রদেশ সরকার।

এক টাকা কেজিতে চাল, গম, নুন পাবেন তারা। শুধু তাই নয়, এই স্কিমের আওতায় সমস্ত অটোচালকদের নিয়ে আসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে মধ্যপ্রদেশ ও গুজরাট আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, তা বলাই যায়।

Related Articles

Back to top button