চলতি আইএসএল মরশুমের টানা তিনটি ম্যাচে জয় লাভ করেও চিন্তা মুক্ত হতে পারছেন না মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। টানা জয়ের পরও বর্তমানে হাবাসকে চিন্তিত করছে দলের ফুটবলারদের চোট।
একদিকে প্রথম ম্যাচেই মাইকেল সুসাইরাজ চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে বুধবার হাবাস এডু গার্সিয়ারের চোট আছে বলে জানান। এই দুই বিদেশীর চোটের পর আবারও ধাক্কা খেলো মোহনবাগান। এবার ডেভিড উইলিয়ামসেরও চোটের কথাও জানালেন কোচ। অন্যদিকে কত দিনে এঁদের আবার মাঠে ফিরে পাওয়া যাবে সেই সম্পর্কে কোনও ধারণা দিতে পারেননি হাবাস।
ডেভিড উইলিয়ামসের চোট নিয়ে হাবাস জানান, “এডু, সুসাইরাজের মতো ডেভিড উইলিয়ামসেরও চোট হয়েছে। আশা করি ওরা তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে।” অন্যদিকে দলের টানা তিন ম্যাচে জয় নিয়ে হাবাসের বক্তব্য, “আজ আমরা সেরা পারফরম্যান্স করতে পারিনি। প্রতি ম্যাচে একটা দল অবশ্য সমান ভাল খেলতে পারে না। তা সত্ত্বেও যে আমরা এক গোলে জিততে পেরেছি, সেটাই আসল। তবে আমাদের খেলায় উন্নতি করতে হবে।”
প্রতিভাবান মনবীর সিংকে আগের দুই ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়েছিলেন হাবাস। তবে এই ম্যাচ থেকে তাঁকে প্রথম থেকেই খেলানোর কথা বলেন কোচ। তিনি জানান, “মনবীর ভাল ফুটবলার, ওর মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছি। তাই ওকে দিয়ে আজ শুরু করিয়েছিলাম।”