Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২৬/১১ হামলার মুলচক্রী হাফিজ সইদকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানে সন্ত্রাস দমন আদালত

Updated :  Thursday, November 19, 2020 7:09 PM

করাচি: হাফিজ সইদ মুম্বইয়ের ২৬/১১ হামলার মূলচক্রী। যাকে আজও ঘৃণার চোখে মনে রেখেছে গোটা দেশ। এবার অবৈধ তহবিল যোগানের মামলায় এই হাফিজ সইদকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের এক সন্ত্রাস দমন আদালত। পাকিস্তানের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

জানা গিয়েছে, হাফিজ ছাড়াও আরও দুজনকেও কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাকিস্তানে সন্ত্রাস দমন আদালত। এই দুজন হলেন জাফার ইকবাল এবং ইয়াহিয়া মুয়াজিদ। তাদেরকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অন্য আর একটি মামলার কারণে ছ’মাসের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে পাকিস্তানে সন্ত্রাস দমন আদালতের বিচারক আরশাদ হসেন ভুট্টা বলেছেন, ‘সাজা একাধারে দেওয়া হবে। এই তিনজনের সমস্ত সম্পত্তি অর্থ এবং আরও অন্যান্য যাবতীয় যা আছে, তা বাজেয়াপ্ত করা হয়েছে।’ তবে মুম্বইয়ের ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সইদের এই কারাদণ্ডের খবর ভারতকে অনেকটাই স্বস্তি দিয়েছে বলে মনে করছে বিশ্বের কূটনৈতিক মহল।