Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দ্বিতীয়বারের জন্য ডেপুটি চেয়ারম্যান হলেন হরিবংশ নারায়ণ সিং

Updated :  Monday, September 14, 2020 9:56 PM

নয়াদিল্লি: বাদল অধিবেশনের প্রথম দিনেই এনডিএর প্রার্থী হিসেবে হরিবংশ নারায়ণ সিং-র নাম প্রস্তাব করেন বিজেপি সাংসদ জে পি নাড্ডা।  এই নিয়ে জনতা দল ইউনাইটেডের এই সাংসদ দ্বিতীয়বারের জন্য ডেপুটি চেয়ারম্যান হলেন। এর আগে ২০১৮ সালে হরিবংশ ডেপুটি চেয়ারম্যান পদের বি কে হরিপদকে নির্বাচনে পরাজিত করেন।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায় এ বছর এপ্রিল মাসে। আর এদিন আবার তাকে আবার এনডিএর প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

নির্বাচনের পর রাজ্যসভার চেয়ারম্যানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তিনি বলেন, “আম্পায়ার হিসেবে উনি খুবই ভালো। আগামী দিনেও সেভাবেই কাজ করবেন। উনি যেভাবে সভা পরিচালনা করেন তা সবার শ্রদ্ধা অর্জন করেছে”।