Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হরিয়ানাতে নতুন সরকার গঠন, ঐক্যবদ্ধ হল বিজেপি ও জেজিপি

Updated :  Friday, October 25, 2019 11:17 PM

গতকাল টানটান উত্তেজনার পর হরিয়ানাতে প্রকাশিত হল নির্বাচনের ফলাফল। নির্বাচনের ফলাফল অনুসারে সরকার গঠনের জন্য ৬ টি আসনে পিছিয়ে থাকে বিজেপি। হরিয়ানায় ক্ষমতা পাওয়ার জন্য এবং সরকারে গঠনে মরিয়া হয়ে উঠে বিজেপি। তাই আজ, শুক্রবার ভারতীয় জনতা পার্টি এবং জননায়ক জনতা পার্টি হরিয়ানায় সরকার গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়।

সম্প্রতি জানা যায় যে হরিয়ানার মুখ্যমন্ত্রী হবে বিজেপি এর প্রতিনিধি এবং জেজিপি থেকে উপমুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। তবে এখনো অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি। দুই দলের সঙ্ঘবদ্ধ হওয়া নিয়ে জেজিপি এর দলনেতা বলেন, ” আমাদের পার্টি সিদ্ধান্ত নেয় যে রাজ্যের উন্নতির জন্য আগে সরকারের স্থিতিশীল হওয়া জরুরী। হরিয়ানায় স্থিতিশীল সরকার গঠনের জন্য বিজেপি এবং জেজিপি এর ঐক্যবদ্ধ হওয়ার খুবই দরকার ছিল।” এদিন তিনি অমিত শাহ এবং নন্দা জি কে ধন্যবাদ জানান। খবর সূত্রে জানা যায় যে আগামীকাল দুই দলের নেতারা তাদের নতুন সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।