বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী ছাড়াও জনপ্রিয়তা পাচ্ছেন বেশ কয়েকজন তারকা। তাঁদের স্টেজ শো দেখতেও প্রচুর মানুষ চলে আসেন। তেমনই এক তারকা হলেন নেহা চৌধুরী।
সোশ্যাল মিডিয়াতে নেহার জনপ্রিয়তা ব্যাপক। আজকালকার বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যায় এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার বিশাল। তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করলে আট থেকে আশি সকলেই ভিড় জমান। তাঁর পারফরমেন্সের সময় হাজার হাজার লোক ভিড় করেন। গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ হয় সকলের।
সম্প্রতি ইউটিউবে ব্যাপক ভাইরাল হচ্ছে নেহা চৌধুরী এর একটি স্টেজ শো ভিডিও। এতে ব্যাকব্রেকিং ডান্স করছেন এই তারকা। তিনি কালো পাটিয়ালা স্যুটে নাচ করে সকলের নজর কেড়ে নিয়েছেন। এই ভিডিওতে নেহা ‘নাগ ইশক কা’ গানের তালে নাচছেন। তিনি জিভ বার করে অঙ্গভঙ্গি করেছেন গানের তালে। তাঁর এই ভিডিওটি সোশাল মিডিয়া সাইটে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন ও লাইক করেছেন। অনেকে আবার কমেন্ট করে নেহার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।