Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Chaudhary: স্টেজে হরিয়ানভি গান ‘জালিদার ঘুনঘাট‘ এর তালে ব্যাপক ডান্স স্বপ্না চৌধুরীর, দেখে মোহিত বৃদ্ধরাও

Updated :  Wednesday, November 20, 2024 6:55 PM

বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী একটা ব্র্যান্ড হয়ে উঠেছে।

স্বপ্না চৌধুরীর ফ্যানবেস

সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তা ব্যাপক। আজকালকার বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যায় এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার বিশাল। তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করলে আট থেকে আশি সকলেই ভিড় জমান। তাঁর পারফরমেন্সের সময় হাজার হাজার লোক ভিড় করেন। গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ হয় সকলের। এমনকি আজকাল তো তার স্টেজ শোতে ভিড় যেকোনো কর্নসাটকে ছাপিয়ে যাবে। আর তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ যাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন।

ভাইরাল রিলের বিবরণ

এবার সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা গিয়েছে লাস্যময়ী কায়দায় ব্যাপক নাচ করছেন হরিয়ানভি কুইন। আসলে স্বপ্না চৌধুরী কিছু বছর আগে একটি স্টেজ শো করেন, যাতে ভিড় রীতিমত উপচে পরেছিল। এদিন স্বপ্না চৌধুরী হরিয়ানভি গান ‘দুপাট্টা দূর-দূর করই হাওয়া মে, ঘুংঘাট জলিদার সে‘ এর তালে তুমুল নাচ করেছেন। সালোয়ার স্যুট ও ওড়না পরে স্বপ্না চৌধুরীকে নাচ করতে দেখা গেছে। স্বপ্নার বিশেষ নাচের চালচলন এবং মোহনীয় শৈলী মানুষের মন জয় করে নিয়েছে। লাখ লাখ মানুষ ইতিমধ্যেই এই ভিডিওটি দেখেছেন। আর প্রচুর মানুষ ভিডিওতে লাইক ও কমেন্ট করেছেন। অনেকে আবার ভিডিওটি শেয়ারও করেছেন। স্বপ্না চৌধুরীর এই স্টেজ শো দেখতে চাইলে এখানেই দেখে নিন।