বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী ছাড়াও জনপ্রিয়তা পাচ্ছেন বেশ কয়েকজন তারকা। তাঁদের স্টেজ শো দেখতেও প্রচুর মানুষ চলে আসেন। তেমনই এক তারকা হলেন অঞ্জলী চৌধুরী।
সোশ্যাল মিডিয়াতে অঞ্জলীর জনপ্রিয়তা ব্যাপক। আজকালকার বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যায় এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার বিশাল। তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করলে আট থেকে আশি সকলেই ভিড় জমান। তাঁর পারফরমেন্সের সময় হাজার হাজার লোক ভিড় করেন। গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ হয় সকলের। এমনকি আজকাল তো তার স্টেজ শোতে স্বপ্না চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন অঞ্জলী।
সম্প্রতি অঞ্জলী চৌধুরীর একটি স্টেজ শো ভিডিও ব্যাপক জনপ্রিয় হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। সে একটি সবুজ আঁটোসাঁটো সুট পরে ব্যাপক কায়দায় নাচ করেছেন। সে হরিয়ানভি গান ‘নাই সে বোতল লা‘ গানে তুমুল নাচ করেছেন। তাঁর খোলামেলা নাচ থেকে চোখ সরাতে পারবেন না আপনি। তাঁর বোল্ড ড্যান্স উত্তেজিত করে দিয়েছে সকল দর্শককে। এই ভিডিও আপনি দেখতে চাইলে এখানেই দেখে নিতে পারেন। তবে ভুল করেও পরিবারের সাথে দেখবেন না এই ভিডিও।














