Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Muskan Baby: সাহসিকতা দেখিয়ে ঘাম ঝরালেন মুসকান বেবি, নেটিজেনরা বলছেন-“রাতের স্বপ্নপরী”

Updated :  Tuesday, August 20, 2024 4:01 PM

আজকের দিনে ডিজিটাল প্লাটফর্ম মানেই উষ্ণতম বিনোদন। বিশেষ করে ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রামের মত অ্যাপ্লিকেশন গুলি হয়ে উঠেছে বিনোদনের সেরা কেন্দ্রবিন্দু। আর এই সমস্ত ডিজিটাল প্লাটফর্মে যে জিনিসটি সর্বাধিক ভাইরাল হচ্ছে, সেটি হলো ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও। যেখানে কয়েক বছর আগে বিনোদন জগৎ আবদ্ধ ছিল বলিউডের হাতে, সেখানে আজ যে কেউ চাইলে নিজের প্রতিভার মাধ্যমে রাজত্ব করতে পারেন ডিজিটাল প্লাটফর্মে।

মুসকান বেবির জনপ্রিয়তা
আর গত কয়েক বছরে বিনোদন জগতে যাদের হাত ধরে সাহসী নাচের ভিডিও সংযুক্ত হয়েছে তারা হলেন হরিয়ানার সেক্সি যুবতীরা। মূলত, হরিয়ানাভি নাচের মাধ্যমে আজ বিশ্ব পরিচিতি লাভ করেছেন তারা। আমরা আপনাদের বলি, স্বপ্না চৌধুরীর হাত ধরে বিনোদন জগতে হরিয়ানাভি ডান্সের সূত্রপাত হলেও বর্তমানে হাজার হাজার যুবতীরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করছেন। আর তাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছেন মুসকান বেবি। আপনারা নিশ্চয় জানেন, হরিয়ানাভি ডান্সের ক্ষেত্রে মুসকান বেবিকে দ্বিতীয় স্বপ্না চৌধুরী মনে করা হয়।

মুসকান বেবির সাহসী ডান্স
বর্তমানে এই সেক্সি নৃত্যশিল্পীর একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। যেখানে হরিয়ানার এই তারকা যুবতীকে টাইট সালোয়ারে বাধা-নিষেধের সমস্ত সীমা অতিক্রম করে সাহসী ডান্স করতে দেখা গেছে। কিউট মুসকান বেবির সেক্সি ডান্স বর্তমানে লাইন দিয়ে উপভোগ করছেন বিনোদনপ্রেমীরা। মাত্র দুই সপ্তাহ আগে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে চার হাজারের বেশি মানুষ পছন্দ করেছে। পাশাপাশি একাধিক কমেন্ট পেয়েছে মুসকান বেবির এই সাহসী ভিডিওটি। একজন ইন্টারনেট প্রেমী লিখেছেন,”খুব সুন্দর জি”। অন্য একজন লিখেছেন,”ম্যাডাম জি আপনার জবাব নেই”।