‘বজরঙ্গী ভাইজান’-এর ছোট্ট মুন্নি এখন কেমন দেখতে? দেখুন ছবিতে

২০১৫, তখন মাত্র সাত বছর বয়স মুন্নির। দেখতে দেখতে মুন্নি বেশ অনেক বড় হয়ে গেছে। মিষ্টি মেয়টা একটা সময় সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। একদম প্রথম ধাপেই সালমান-কারিনার সান্নিধ্যে বলিউডে প্রবেশ করে। তাঁর ‘বজরঙ্গী ভাইজান’ হিট হয়। সেই বাচ্চা মুন্নি মন কেড়ে নেয় গোটা দেশের মানুষের। ২০১৫ সালে বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে ৫ বছর। এখন মুন্নি ওরফে হারশালি মালহোত্রা ১২ তে পা দিয়েছে। কেমন দেখতে হল মুন্নিকে?

লাল চুড়িদার, খোলা লম্বা চুলে মুন্নিকে দেখে কে বলবে ওঁর বয়স ১২! মেয়েরা এমনিতেই ছেলেদের থেকে একটু তাড়াতাড়ি বাড়ে, তাই মুন্নিও এই পাঁচ বছরে অনেকটা বড় হয়ে গেছে। বর্তমানে সেভেন স্কয়ার একাডেমীতে পড়াশোনা করছেন মুন্নি। খোলা চুলে হাসি মুখে রঙ্গোলী দিচ্ছে হারশালি, দীপাবলিতে প্রদীপ ধরিয়ে আলোর উৎসব সেলিব্রেট করার ছবি নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেন।

ভাই দুজের ছবিও শেয়ার করেছেন খুদে অভিনেত্রী। হারশালি বজরঙ্গী ভাইজান ছাড়াও বিভিন্ন হিন্দি ধারাবাহিকে ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তাঁকে দেখা গিয়েছে এইচডিএফসি ব্যাংক এবং হরলিক্স এর বিজ্ঞাপনে।

কবুল হ্যায় (২০১৪), লট আও তৃষা (২০১৪) হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে মুন্নিকে অভিনয় করতে।

যত দিন যাচ্ছে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছেন মুন্নি। তাঁর এমন ছবি দেখে অনেকে পুরনো মুন্নিকে মনে করছেন। কেমন যেন চোখের নিমিষে বড় হয়ে গেল হারশালি/ হর্ষালী। বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশু শিল্পীর পুরস্কার পায় এই খুদে শিল্পী।