প্রাইভেট সেক্টরের মধ্যে ব্যাঙ্কগুলির অন্যতম হল ICIC। এবারে SBI er পাশাপাশি ICIC ব্যাঙ্কের গ্রাহকদের কাছে এলো বড় ধাক্কা। টাকা লেনদেনে গ্রাহকদের দিতে হবে ব্যাঙ্ক চার্জ।
গত শুক্রবার ব্যাঙ্কের তরফ থেকে নোটিশ জারি করে জানানো হয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডাররা ১৬ অক্টোবর থেকে ব্যাংক ব্রাঞ্চ থেকে টাকা তুললে ১০০ থেকে ১২৫ টাকা অবধি চার্জ দিতে হবে। এমনকি ব্রাঞ্চের মেশিনের মাধ্যমে ক্যাশ টাকা জমা দিলে তাতেও দিতে হবে চার্জ।
মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে NEFT, RTG অর্থাৎ ইউপিআই লেনদেন করলে কোনো চার্জ কাটা হবে না বলে জানানো হয়েছে। গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফ থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের বলা হয়েছে তারা অতি শীঘ্র তাদের অ্যাকাউন্ট অন্য বেসিক অ্যাকাউন্ট এ যেন বদলে নেয় । যদি তা সম্ভব না হয় অ্যাকাউন্ট বন্ধ করার পরামর্শ দেয় ব্যাংক।