ফিক্স ডিপোজিটের সুদের হার বদল কোন এই দুটি বেসরকারি ব্যাংক, জেনে নিন কি হলো নতুন রেট
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সম্প্রতি নতুন সুদের হার নির্ধারণ করেছে আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক
বেসরকারি খাত এর দুটি ব্যাংক এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এবারে তাদের ফিক্স ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। ৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে নতুন সুদের হার কার্যকর করেছে এই দুটি ব্যাংক। এই মুহূর্তে এই আইসিআইসিআই ব্যাংক বিনিয়োগকারীদের ৪.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ৭ দিন থেকে ১৪ দিন সময়ের জন্য ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৪.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৩০ দিন থেকে ৪৫ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৫.৫ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। ৬১ দিন থেকে ৯০ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদ দেওয়া হচ্ছে ৬ শতাংশ। ৯১ দিন থেকে ১২০ দিন পর্যন্ত ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদ দেওয়া হচ্ছে ৬.৫ শতাংশ। ১২১ দিন থেকে ১৫০ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ২৭১ দিন থেকে ২৮৯ দিনের ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১ বছর থেকে ৩৮৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্ক পাঁচ কোটি টাকা বা তার বেশি মূল্যের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছে। এই মুহূর্তে ৪.৭৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে এইচডিএফসি ব্যাংকে। আপনাদের জানিয়ে রাখি কিছু নির্বাচিত মেয়াদের ক্ষেত্রে ফিক্স ডিপোজিটের সুদের হার ২ কোটি টাকা থেকে কম পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। ৫০০ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ এবং ২১ মাস থেকে ৩ বছরের কম সময়ের স্থায়ী আমানতের উপরে ৭.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই ব্যাংক দুটি বয়স্কদের ক্ষেত্রে .৫০ শতাংশ বেশি সুদ দিচ্ছে।