নিয়মিত মাস্ক ব্যবহার করতে পারলে ৪০% করোনা সংক্রমণ কমতে পারে, দাবি বিজ্ঞানীদের
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমণ রোধ করার জন্য মাস্ক ব্যবহার করা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। জার্মানির বিজ্ঞানী দাবি করেছেন, নিয়মিত মাস্ক ব্যবহার ৪০ শতাংশ পর্যন্ত করোনা সংক্রমণ কমিয়ে আনতে পারে। এই মাস্ক পরা বাধ্যতামূলক করার পর থেকে অনেক সংক্রমণ কমেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন।
জার্মানির ‘আইজেডএ ইনস্টিটিউট অব লেবার ইন বন’-র গবেষকরা জানিয়েছেন যে জার্মানির জেনাইতে মাস্ক পরা বাধ্যতামূলক করার ১০ দিনের মধ্যেই ২.৩ শতাংশ থেকে ১৩ শতাংশ পর্যন্ত করোনা সংক্রমণের হার কমে গিয়েছে। গবেষকরা অন্যান্য শহরগুলিতে পরীক্ষা করেছেন। তাঁরা জানিয়েছেন, এই মাস্ক পরা যদি বাধ্যতামূলক করা যায় তাহলে ৪০ শতাংশ পর্যন্ত সংক্রমণ কমবে।
তবে যেই ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না, সেখানে সাধারণ কাপড়ের মাস্কে করোনার সংক্রমণ আটকানো যাবে না। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্রিস্তর বিশিষ্ট মাস্ক পরার নির্দেশ দিয়েছে।