আমফান হয়েছে সাতদিন আগে। এই ঝড়ের তান্ডবলীলা চিহ্নএখনও শেষ হয়নি। ফের রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির জন্য সতর্ক করল আবহাওয়া অফিস। বর্ষার আগেরই এই কালবৈশাখীতে আবার নাজেহাল বঙ্গবাসী। আজ সারাদিন জুড়েই কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। গতকালের ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯৬ কিলোমিটার। যা এই বছরের সর্বোচ্চ গতিবেগযুক্ত ঝড়।
আগের ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। আবার গতকাল রাতের ঝড়ে ফের অনেক মানুষের বাড়িঘর ভেঙে পড়েছে। রাজ্যে এই ঝড়ে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু গাছ উপড়ে পড়েছে। এছাড়া অনেক মানুষ এই ঝড়ে আহত হয়েছেন। একজন মহিলার মাথায় ঝরে কাঠ উড়ে এসে পড়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন।
অনেক এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এখনও আমফানের ধ্বংসলীলার চিহ্ন চারিদিকে ছড়িয়ে আছে। ফের এই কালবৈশাখীর তান্ডবে আবার মানুষের মনে সুপার সাইক্লোনের আতঙ্ক ফিরে এসেছে।