নিউজরাজ্য

আজ দক্ষিণের যে যে জেলাতে হবে ব্যাপক বৃষ্টি, নতুন খবর দিল আবহাওয়া দপ্তর

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে। সপ্তাহের শেষে বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও হতে পারে।

Advertisement

বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হবার আশঙ্কা রয়েছে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে। সপ্তাহের শেষে বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও হতে পারে। তবে বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদীয়া মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হবার সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদীয়া জেলাতে।

Related Articles

Back to top button