নিউজরাজ্য

দুঃসংবাদ পুজোর মাঝেই, সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টি দক্ষিণের এই জেলাগুলিতে

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত

Advertisement

ধুমধাম করে শুরু হয়ে গেছে বাঙালির পুজো। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষ ভিড় জমাতে শুরু করেছে। কিন্তু এরমধ্যেই মানুষের পুজো ভেস্তে দিতে অসুরের মত উপস্থিত হয়েছে নিম্নচাপ। পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা ক্রমেই বাড়ছে। গতকাল ষষ্ঠীর রাতে ভারী বৃষ্টি হয়েছে শহরের কিছু জায়গায়। আজ সপ্তমী ও আগামী অষ্টমীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এতে সাধারণ মানুষের যে পুজো ভ্রমণে বাধা পড়বে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সপ্তমী ও আগামী অষ্টমীতে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হবে।

সপ্তমী এবং অষ্টমীতেও দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টি হবে। জেলায় জেলায় মাঝারি বৃষ্টিও হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন কলকাতার একাংশে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। নবমী ও দশমীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা কিছুটা কমবে অষ্টমী থেকে।

Related Articles

Back to top button