আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ মেঘলা ছিল। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আগামী ২০ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। রবিবারের পর থেকে বৃষ্টির পরিমান ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রির বেশি।
এদিকে মধ্য পাকিস্তান থেকে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার উপর মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। এই দুইয়ের জেরে আগামী দুই দিন থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।