আর কিছুদিন বাদেই পুজো। কিন্তু পুজোর আগেই নিজের আসর জমাতে চলেছে বৃষ্টি। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরেই আকাশে কখনো কালো মেঘ। আবার কখনো রোদ। মাঝে মধ্যে ছিঁটেফোঁটা বৃষ্টি। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি লেগেই আছে। তবে আজ, বুধবার সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই কালো মেঘে ভারী বৃষ্টি শুরু হয় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া-সহ একাধিক জেলায়। আরবসাগরের মতো বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ুর জেরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে।
তার দরুনই আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে। সঙ্গে কমবে তাপমাত্রাও। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনায় ও দুই মেদিনীপুরে। বর্ষণের সম্ভাবনা ঝারগ্রামেও। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।