সামনেই পুজো। কিন্তু পুজোর আগে ফের নিম্নচাপের হুংকার। নিম্নচাপের জেরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি৷ হালকা বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি ও নদীয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
অপরদিকে বঙ্গোপসাগরে ২৪ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে বুধবার থেকে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টি শুরু হতে পারে। আগামিকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার দরুন গুজরাত, মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।