সাবধান! দক্ষিনবঙ্গের এই জেলাগুলিতে আসছে চলেছে প্রবল বৃষ্টি, জানালো আবহাওয়া দফতর!

আজ, শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সাথে রয়েছে ভ্যাপসা গরম। যে কারণে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, বীরভূম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় আজ সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে প্রশাসন৷ এই বৃষ্টিপাতের ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই অতিরিক্ত পরিমাণে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মৌসম ভবন সূত্রের খবর, তুমুল বৃষ্টিপাত হতে চলেছে পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, কর্নাটকের উপকূলীয় এলাকায়। এছাড়াও, কেরল ও পূর্ব রাজস্থানে প্রচন্ড বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।