নিউজরাজ্য

আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যে, জানাল আবহাওয়া দপ্তর

Advertisement

আমফান বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ফের আশঙ্কায় রাজ্যবাসী। ফের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্কে রাজ্যের মানুষ। ঘূর্ণিঝড় আমফানের দগদগে ক্ষত এখন জ্বলজ্বল করছে রাজ্যবাসীর মনে। সপ্তাহ পেরাতে না পেরাতেই এর মধ্যেই আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে যে, আগামী ২৪ ঘন্টায় গোটা রাজ্যেই ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের মতোই আগামীকালও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বৃষ্টির আশঙ্কা রয়েছে নদীয়া ও মুর্শিদাবাদে। উত্তর ২৪ পরগণাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূমেও।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। প্রবল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন অংশ। আগামীকালও ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। একইসঙ্গে প্রবল বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে উত্তরবঙ্গে।

Related Articles

Back to top button