বৃষ্টি পুজো ভাসাবে কিনা তা না জানা গেলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে৷ বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এবছর বর্ষাকাল জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বাংলায় তেমন বৃষ্টিপাত হয়নি। গভীর দুশ্চিন্তায় কাটছে কৃষকদের দিন। খরা পরিস্থিতির মুখোমুখি পশ্চিমবঙ্গ। বর্তমানে রাজ্যে বৃষ্টির ঘাটতি ২০%। এই অবস্থায় ভরসা কেবল নিম্নচাপ। দিন কয়েক আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপে হাসি ফুটিয়েছিল কৃষকদের মুখে। দিন কয়েকের প্রবল বর্ষণে শুরু হয়েছিল চাষের কাজ। এবার আবার নিম্নচাপ জনিত প্রবল বর্ষণের সম্ভাবনা চাষের কাজে গতি আনবে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের কারণে আগামী বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে, কলকাতা দক্ষিনবঙ্গের এই পাঁচ জেলায়।