Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

Updated :  Wednesday, September 23, 2020 10:06 AM

কলকাতা: আজ, বুধবার সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি পার্বত্য অঞ্চলে ধ্বস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।

মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিমে সরে ছত্তীসগড়ের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার এই নিম্নচাপের এলাকা দিয়ে যাওয়ায় তা আরও শক্তিশালী হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার অতিবৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে। শুক্র ও শনিবারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হবে।

বুধবার মহানগরের আকাশ থাকবে মেঘলা। সকাল থেকে ইতিমধ্যে কয়েক পশলা বৃষ্টি শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। কলকাতায় আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৫.৩ মিলিমিটার।