Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হুনারবাজে ড্রিম গার্ল হেমা মালিনীর সাথে নাচলেন মিঠুন চক্রবর্তী, ব্যাপক ভাইরাল ভিডিও

Updated :  Saturday, March 5, 2022 9:40 AM

আজকালকার দিনে সিনেমা সিরিয়ালের পাশাপাশি ভারতীয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন রিয়েলিটি শো। জনপ্রিয় টিভি চ্যানেল কালার্স এর “হুনারবাজ-দেশ কি শান” রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার এখন গোটা দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। এই শোতে ১৪ জন প্রতিযোগীর মন মাতানো পারফরম্যান্স রীতিমতো অবাক করে দিচ্ছে সকলে। এই সপ্তাহান্তে, রিয়েলিটি শো একটি মাদার্স ডে স্পেশাল পর্ব উদযাপন করেছে। আর সেখানেই মিঠুন চক্রবর্তী এবং করণ জোহারের সাথে বিচারকের প্যানেলে যোগদান করেছেন ড্রিম গার্ল হেমা মালিনী। জনপ্রিয় অভিনেত্রীর উপস্থিতি শোটিকে বেশ জাঁকজমক করে তুলেছিল।

সম্প্রতি কালার্স টিভি এই এপিসোডের একটি প্রিভিউ ভিডিও তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন যা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে হেমা মালিনী এবং মিঠুন চক্রবর্তীর জুটি নব্বইয়ের দশকের একটি পুরনো হিন্দি গান, ‘ড্রিম গার্ল’ এর তালে নাচ করেছেন। সেই ভিডিও প্রত্যেক পুরনো হিন্দি সিনেমা লাভারদের জন্য নস্টালজিয়া। এই জুটির নাচের ভিডিও এপিসোডে দেখার জন্য সকলেই উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।

এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে জনপ্রিয় মিঠুন চক্রবর্তী ও হেমা মালিনী জুটি শোলে সিনেমার বাসন্তী ভীরুর সাথে দেখা করার দৃশ্য রিক্রিয়েট করেছেন। এই ভিডিও এবং ছবির প্রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কালারস টিভি জানিয়েছেন, “এই সপ্তাহে বিনোদনের ডবল ডোজ হবে। কারণ হুনারবাজ শোতে এসেছেন ড্রিম গার্ল হেমা মালিনী। দেখতে হলে সোম থেকে শনি রাত ৯ টায় শুধুমাত্র কালারস চ্যানেলে”।

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী এবং হেমা মালিনী জুটি পুরনো দিনে একসাথে অনেক সিনেমায় করেছেন। তার মধ্যেই অন্যতম জনপ্রিয় কয়েকটি হলো, ‘আন্ধি তুফান’, ‘তাকদীর’, ‘হীরাসাত’, ‘সাধু সন্ত’ প্রমূখ। আবার এই তারকা জুটির নাচ দেখা যাবে হুনারবাজ রিয়েলিটি শোতে। ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই জানিয়েছেন যে তারা এই দিনের শো দেখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।