ভবিষ্যতের জন্য সস্তায় গাড়ি কিনতে চান, ৫ লাখ টাকার নিচে রয়েছে এই ৩টি দারুন বিকল্প
এই ৩টি গাড়ি আপনার সমস্ত প্রয়োজন খুব ভালোভাবে পূরণ করতে পারবে বলেই ধারণা কোম্পানির
আপনার বাজেট যদি মোটামুটি পাঁচ লক্ষ টাকা হয় এবং আপনি অদূর ভবিষ্যতের জন্য একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা ভালো খবর। আপনাদের জানিয়ে রাখি, ভারতে গাড়ির দাম ক্রমা কত ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে বাজেট রেঞ্জে খুব কম গাড়ি উপলব্ধ রয়েছে। একটা সময় ছিল যখন ভারতের বাজারে পাঁচ লাখ টাকার নিচে অনেক গাড়ি পাওয়া যেত। কিন্তু এখন আর খুব একটা বেশি গাড়ি পাওয়া যায় না। নির্বাচিত কয়েকটি মডেল ছাড়া ৫ লাখ টাকার নিচে এখন আর গাড়ি উপলব্ধ নয়। সেই কারণেই, বর্তমানে এই ধরনের সেগমেন্টে যদি গাড়ি তৈরি হয়, তাহলে সেটা নিয়ে চর্চা সব দিকে চলে। আজ আমরা পাঁচ লাখ টাকার নিচের মূল্যের তিনটি গাড়ির ব্যাপারে আপনাকে বিস্তারিত জানাতে চলেছি।
১. Maruti Suzuki Alto K10
Maruti suzuki কোম্পানির অলটো গাড়িটি আজ অব্দি ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে। Alto 800 গতবছর বন্ধ হয়ে গিয়েছে এবং তার বদলে এখন শুধুমাত্র চালু রয়েছে Alto k10। এই গাড়িটির প্রারম্ভিক দাম ৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এবং এটি একটি ১ লিটার K10C পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত একটি গাড়ি। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ৬৭ bhp পাওয়ার এবং ৮৯ nm সর্বাধিক টর্ক জেনারেট করার ক্ষমতা। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটির পেট্রোল ভেরিয়েন্ট আপনাকে ২৪.৯০ কিলোমিটার প্রতি লিটার এবং সিএনজি ভেরিয়েন্ট আপনাকে ৩৩.৮৫ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দিতে পারে
২. Maruti suzuki S-Presso
Maruti suzuki কোম্পানির এই বাজেট সেগমেন্ট এর আরো একটি জনপ্রিয় গাড়ি হল এস প্রেসো। বর্তমানে ভারতের বাজারে এই গাড়িটি অত্যন্ত সাশ্রয়ী এবং ভালো একটি মডেল। এই মডেলের প্রারম্ভিক দাম শুরু হচ্ছে মাত্র ৪.২৬ লক্ষ টাকা থেকে। এই গাড়িতেও আপনারা পেয়ে যাবেন Alto K10 গাড়িটির মতোই ইঞ্জিন। তবে এখানে ম্যানুয়াল ট্রান্সমিশন বিকল্প আপনাদের জন্য রয়েছে। এই গাড়িটির পেট্রোল ভেরিয়েন্ট আপনাকে ২৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দিতে পারে। পাশাপাশি সিএনজি ভেরিয়েন্ট আপনাকে ৩৩ কিলোমিটার প্রতি কিলোগ্রাম মাইলেজ দেবে।
৩. Renault Kwid
Renault কোম্পানির গাড়ি এমনিতেই ভারতের বাজারে খুবই জনপ্রিয় গাড়ির তালিকায় শীর্ষে থাকে। এর আগে ০.৮ লিটার এবং ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন বিকল্পের সাথে উপলব্ধ ছিল রেনল্ট কোম্পানির এই গাড়ি। তবে গত বছর থেকে এই গাড়ির ছোট ইঞ্জিন বিকল্পটি সরিয়ে ফেলা হয়। এখন আপনারা শুধুমাত্র এক লিটার ইঞ্জিন বিকল্পের গাড়িটি পেয়ে যান। এই গাড়িটির প্রারম্ভিক মডেলের দাম ৪.৬৯ লক্ষ টাকা। এই গাড়িতে আপনারা ১ লিটারের Sce ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যা আপনাকে সর্বোচ্চ ৬৮ bhp শক্তি এবং ৯১ nm সর্বাধিক টর্ক দিচ্ছে। এই গাড়িতে আপনারা ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন। সব মিলিয়ে এটা একটা দারুণ বিকল্প হতে পারে আপনার জন্য।