Hero Alom: ‘শখে গেয়েছি, রবীন্দ্রসঙ্গীত গেয়েই চূড়ান্ত কটাক্ষের মুখে হিরো আলম
হিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাবে, আচার-আচরণ, আশাক-পোশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়, গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হন তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশের বগুড়ার আশরাফুল হোসেন নিজেকে হাসির খোরাক বানালেন সকলের মাঝে।
সম্প্রতি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন হিরো আলম, যা শোনার পর থেকেই রীতিমতো একের পর এক কটাক্ষের তীর ছুটে এসেছে তার দিকে। ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছিলেন তিনি। আর তার সেই গান প্রকাশ পাওয়ার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। তাকে একাধিক কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন নেটনাগরিকরা। ছি ছি করেছেন সকলেই। তবে তার কথায়, তিনি অফিশিয়ালি এই গানটি গাননি। একটা পিকনিকে গিয়ে সেখানেই তিনি গানটির কিছুটা অংশ গেয়েছিলেন বলেই জানিয়েছেন তিনি।
বাংলাদেশের সঙ্গীতশিল্পী বেলাল খান সংবাদমাধ্যমে জানিয়েছেন, হিরো আলম খুব নিম্নমানের কনটেন্ট তৈরি করেন। তিনি মানুষের নজর কাড়তেই এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন। তাই গায়কের মতে হিরো আলমের এই ধরনের ভিডিও কিংবা গান এড়িয়ে চলাই শ্রেয় শ্রোতাদের জন্য। এমনকি এমনভাবে রবীন্দ্রসঙ্গীতকে অপমান করার জন্য তার বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন কেউ কেউ। রবীন্দ্রসঙ্গীত গাইলে তার নামে যদি মামলা হয়, তাহলে তিনি আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না বলেই জানিয়েছেন।
এরপর হিরো আলম আরো জানান, সম্প্রতি প্রয়াত গায়ক কে কে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাঁকে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে তিনি একটি গানও গেয়েছেন। সেটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। শ্রোতাদের সেই গান শোনার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।