ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিটেক বার্তা

Hero Motocorp: জুলাই থেকে বাইকের দাম বাড়াবে, এখনই জেনে নিন অফারগুলি

এই বাইক ও স্কুটারের তালিকাটা অনেকটাই বড় বলা যায়

Advertisement
Advertisement

হিরো কোম্পানিটি এখন ভারতের সবথেকে বড় দুই চাকার যান নির্মাতা কোম্পানি। এখন এই সংস্থা তাদের দুই চাকার জন বাহনের দান কিছুটা বাড়াতে চলেছে। বাইক ও স্কুটারের দাম খুব শীঘ্রই বাড়বে এই সংস্থার। বাইক ও স্কুটারের পুরো লাইন আপের দাম বাড়তে চলেছে এবারে। কিছুদিন আগেও টাটা মোটরস তাদের গাড়ির দাম বাড়িয়েছিল। আর এবারে তাদের বাইকের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলো হিরো মোটোকর্প। ২৪ জুন সোমবার একটি নতুন ঘোষণায় হিরো কোম্পানিটি তাদের বাইকের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে আগামী মাস অর্থাৎ জুলাই থেকেই এই দাম বাড়তে চলেছে।

Advertisement
Advertisement

কোন কোন বাইকের দাম বাড়ছে

ভারতের বৃহত্তম দুই চাকার যান নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প আজ ঘোষণা করেছে যে, আগামী মাস থেকে তাদের পোর্টফোলিওর সমস্ত বাইক ও স্কুটারের দাম বাড়ানো হবে। এই দাম বৃদ্ধি প্রযোজ্য হবে হিরোর সকল মডেলের উপর, যার মধ্যে রয়েছে জনপ্রিয় স্কুটার হিরো স্প্লেন্ডার, হিরো প্যাশন এবং হিরো গ্ল্যামার।

Advertisement

কত বাড়বে দাম?

হিরো মোটোকর্প তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দাম বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ ১,৫০০ টাকা হতে পারে। তবে, সকল মডেলের দাম একইভাবে বাড়ানো হবে না।

Advertisement
Advertisement

কেন দাম বাড়ছে?

প্রেস বিজ্ঞপ্তিতে হিরো মোটোকর্প দাম বৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছে। সংস্থার বক্তব্য অনুযায়ী, ইনপুট খরচ বৃদ্ধির ফলে তারা তাদের বাইক ও স্কুটারের দাম বাড়াতে বাধ্য হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button