ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৯২ কিমির রেঞ্জ নিয়ে লঞ্চ হলো Hero কোম্পানির নতুন Splendor Xtec, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

এই বাইকে আপনারা এমন অনেক ফিচার পাবেন যেগুলো অন্যান্য বাইকে সচরাচর এতটা সস্তায় দেখা যায়না

Advertisement

দেশের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো মোটোকর্প এবারে অভ্যন্তরীণ বাজারে তাদের নতুন মোটরসাইকেল লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে Super Splendor XTec। আকর্ষণীয় চেহারা এবং শক্তিশালী ইঞ্জিন ক্ষমতা দিয়ে সজ্জিত এই বাইকের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩,৩৬৮ টাকা। এই দামটি হল দিল্লির এক্স শোরুমের দাম। কোম্পানি এই বাইকে বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে যা এটিকে আগের মডেলের থেকে আরো ভালো করে তুলেছে। সুপার স্প্লেন্ডার বাইক এর এই নতুন লুক এবং ডিজাইন সম্পর্কে বলতে গেলে এই বাইকে আপনারা পাচ্ছেন এলইডি হেডলাইট এবং এলইডি ডে টাইম রানিং লাইট। এছাড়াও আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল সিট, একটি গ্র্যাবরেল এবং হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর। আপনারা এই বাইকটি পেয়ে যাবেন দুটি নতুন রঙে, ক্যান্ডি ব্লেজিং রেড এবং ম্যাট অ্যাক্সিস গ্রে।

হিরো জানিয়েছে এই নতুন সুপার স্প্লেন্ডার বাইক একটি আপডেটেড ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আপনি পেয়ে যাবেন। এই ইঞ্জিনটি আপনাকে ১০.৭ বিএইচপি শক্তি এবং ১০.৬ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এটি একটি পাঁচগতির গিয়ারবক্স দিয়ে সজ্জিত থাকতে চলেছে। তবে কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী এই বাইকটি প্রতি লিটারে প্রায় ৬৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এই বাইকে ব্যবহার করা i3S প্রযুক্তি এই বাইকের মাইলেজ বৃদ্ধি করতে সহায়তা করতে চলেছে।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ সংযোগ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ইলেকট্রিক স্পিডোমিটার ফুয়েল লেভেল রিড আউট এবং ভালো মাইলেজ। এই বাইকে আপনারা পাবেন একটি ইউএসবি চার্জিং পোর্ট। এই বাইকে আপনারা পাবেন একটি ৯২ কিমি মাইলেজ। এই বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক সিস্টেম দেওয়া হয়েছে। এই বাইকের ড্রাম ভেরিয়েন্ট এর দাম নির্ধারণ করা হয়েছে ৮৩,৩৬৮ টাকা। অন্যদিকে ডিস্ক ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৮৭,২৬৮ টাকা।

Related Articles

Back to top button