Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মহিলা অনুরাগীদের মনে আগুন ধরাচ্ছেন উড়ন তুবড়ির নায়ক, চিনে নিন এই অভিনেতাকে

Updated :  Wednesday, March 16, 2022 2:20 PM

জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘উড়ন তুবড়ি’। ‘অপরাজিত অপু’ শেষ হয়ে শুরু হবে এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো দেখে ফেলেছেন বহু দর্শকরা। সেই প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ধারাবাহিক অনুরাগীদের তুবড়ির সাথে পরিচয় হলেও, তার নায়কের সাথে পরিচয় হয়নি এখনো। তুবড়ির বিপরীতে কাকে দেখা যেতে চলেছে! তা জানার জন্য আপাতত উদগ্রীব দর্শকদের একাংশ।

ইতিমধ্যেই একটি নাম সামনে এসেছে, স্বস্তিক ঘোষ। শোনা যাচ্ছে, ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে সোহিনী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তুবড়ির বিপরীতে দেখা মিলতে পারে স্বস্তিক ঘোষের। সোহিনীর সাথে দর্শকদের এর আগে পরিচয় ঘটলেও স্বস্তিকের সাথে সেভাবে পরিচয় হয়নি অনেকেরই। এখনও অনেকেই তাকে সেভাবে চেনেন না। আর ধারাবাহিকের প্রোমোতেও তার ঝলক ছিল না।

উল্লেখ্য, স্বস্তিক ঘোষ একজন জনপ্রিয় মডেল। এর আগেও ক্যামেরার সামনে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকে স্বস্তিকা দত্তের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে নায়ক স্বস্তিক হতে চলেছেন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্বস্তিক ঘোষের একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনেতার ছবি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে।

মহিলা অনুরাগীদের মনে আগুন ধরাচ্ছেন উড়ন তুবড়ির নায়ক, চিনে নিন এই অভিনেতাকে

নেটিজেনদের কেউ কেউ আদৃত ও শনের সাথে তুলনা করেছে স্বস্তিকের। তবে বেশিরভাগের মতে, এত সহজে তাদের জায়গা নেওয়ার সহজ হবে না তার জন্য। মডেলিং থেকেই শুরু তার। পরে পা রেখেছেন অভিনয় জগতে। ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকে তার অভিনয়ে পছন্দ করেছিলেন দর্শকদের একাংশ। এখন এটাই দেখার পর্দার তুবড়ির সাথে তার সম্পর্ক কেমন হতে চলেছে!

বলতে গেলে স্বস্তিককে নবাগত অভিনেতা বলেই ধরা যেতে পারে। জি বাংলার ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ, তার অভিনয় কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে, তা বলাই বাহুল্য। আপাতত স্বস্তিক ঘোষের অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ধারাবাহিক অনুরাগীদের একাংশ। এই ধারাবাহিকে লাবনী সরকার ছাড়াও দেখা মিলবে অভিজিৎ গুহ ও ঋ’এর।